আমেরিকা

বাইডেনের মন্ত্রিসভা ঘোষিত হবে আজ

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কামালা হ্যারিস আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কিছু পদের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবেন। ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেইন পলিসির কিছু গুরুত্বপূর্ণ পদ আজ জনসম্মুখে ঘোষণা করবেন তাঁরা। ইতোমধ্যে কিছু পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পাচ্ছেন। আর হোমল্যান্ড সিকিউরিটিতে প্রথমবারের মতো লাতিন একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন জো বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। বাইডেন অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়ালেনের নাম ঘোষণা করতে পারেন। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন ইয়েলেন। বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জ্যাক সুলিভান। এলএবাংলাটাইমস /ওএম