আমেরিকা

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানালেন চীনের প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনফিং। নির্বাচনের দুইদিন পরে জো বাইডেনের জয়ের খবর নিশ্চিত করেছিলো গণমাধ্যম। বিশ্বের অনেক নেতাই জো বাইডেনকে তৎক্ষনাৎ শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। তবে চীনের প্রেসিডেন্ট শি চিনফিং শুভেচ্ছা জানানো থেকে বিরত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াই চলমান থাকায় বেইজিং এর পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা পাঠানো হয়নি জো বাইডেনকে৷ অবশেষে নির্বাচনের দুই সপ্তাহ পর বেইজিং এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বাইডেনকে। বার্তায় প্রেসিডেন্ট শিং চিনফিং বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আমরা সবসময় চীন-ইউএস এর মধ্যে একটি স্থিতিশীল ও স্বাস্থ্যকর সম্পর্ক চাই। এটি দুইটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জন্য কল্যাণকর। আমরা চেষ্টা করবো অসাংঘর্ষিক এবং অসমতা এড়িয়ে চলতে'। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সম্মত হলে ২০২০ নির্বাচনের অস্থিতিশীল অবস্থা কেটে গেছে। ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত এরপরই বেইজিং বাইডেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। চীনের প্রেসিডেন্ট শিং চিনফিং এর পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানও বাইডেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এলএবাংলাটাইমস /ওএম