নির্বাচনের আগে থেকেই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন করোনা মোকাবেলায় তৎপর হবেন বলে যুক্তরাষ্ট্রবাসীকে আশা দিয়ে এসেছেন। জয়ের পরেই সেটি বাস্তবায়নে কাজ শুরু করে দেয় টিম বাইডেন।
জয় নিশ্চিত হওয়ার দুইদিন পরেই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। তবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না হওয়ায় অফিশিয়াল কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে পারছিলেন না জো বাইডেন৷
তবে গতকাল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর বিষয়ে সম্মত হওয়ায় নির্বাচন নিয়ে জটিলতা কমেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। ফলে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন কিছু সুবিধাও ভোগ করবেন এখন থেকে।
সুবিধাগুলোর মধ্যে রয়েছে দেশের গোয়েন্দা তথ্য ব্রিফিং এবং দৈনিক প্রেসিডেন্সিয়াল ব্রিফিং। এছাড়া সরকারি কর্মকর্তাদের সাথে এখন থেকে আলোচনা করার সুযোগও পেয়েছেন তিনি।
সুযোগ পেয়েই টিম বাইডেন করোনা সংক্রমণে কাজ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসির সাথে আলোচনা শুরু করেছেন টিম বাইডেন৷ খুব শীঘ্রই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ড. এন্থনী ফাউসির সাথে সরাসরি আলাপ করবেন।
এই প্রসঙ্গে ড. এন্থনী ফাউসি বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় জো বাইডেনের ট্রানজিশন টিম ইতোমধ্যে আমার সাথে আলোচনা করেছেন। ক্ষমতা হস্তান্তরের পর কিভাবে কাজ করা হবে, সেই বিষয়েই মূলত আলোচনা করা হয়েছে৷
এদিকে ইউএস হেলথ এন্ড হিউম্যান ডিপার্টমেন্টের সাথেও বাইডেনের ট্রানজিশন টিম আলোচনা শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন সেক্রেটারি এলেক্স আযার।
এলএবাংলাটাইমস/ওএম