আমেরিকা

পেনসিলভেনিয়ায় আবারো হতাশ ট্রাম্প শিবির

পেনসিলভেনিয়ায় আবারো হতাশ হতে হলো ট্রাম্প শিবিরকে। ডাকযোগে আসা ভোট বাতিল ও সরকারিভাবে ভোটের প্রত্যয়ন (সার্টিফিকেশন) বন্ধের জন্য রিপাবলিকান সিনেটর মাইক কেলিসহ অন্য রিপাবলিকানদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়া সুপ্রিম কোর্ট। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে এই মামলাটি খারিজ করেন আদালত। এর ফলে নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনী লড়াই এ আরেকটি ব্যর্থতা যোগ হলো। পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্টের সাতজনের মধ্যে পাঁচজন বিচারক মামলা খারিজ করে দিয়ে রায়ে লিখেন, রাজ্যে ডাকযোগে আসা ভোটের আইন পাশ হওয়ার পর এই ধরণের মামলা করার কোনো ভিত্তি নেই। পেনসিলভেনিয়ায় ১ বছর আগে ডাকযোগে ভোটের বিষয়ে সম্মতি আইন পাশ করা হয়েছে। ফলে মামলাটি খারিজ করা হয়েছে। পেনসিলভেনিয়া সুপ্রিম কোর্টে খারিজ হওয়া এই মামলা নিয়ে রিপাবলিকানদের আর এগোনোর সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে রায়ে। এর আগে নিম্ন আদালত থেকে বলা হয়েছিল, ভোট গ্রহণের কয়েক সপ্তাহ পর করা এই মামলার কারণে কয়েকটি কাউন্টিতে ভোটের প্রত্যয়ন আটকে যেতে পারে। তবে তা শেষ পর্যন্ত হয়নি। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কাউন্টিগুলো এর মধ্যে তাদের ভোটের প্রত্যয়ন সম্পন্ন করেছে। অঙ্গরাজ্যটিতে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প থেকে ৮০ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম