আমেরিকা

ট্রাম্পকে দেওয়া অনুদান ফেরত চান সমর্থক!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক নির্বাচনে জালিয়াতির বিষয়টি সামনে আনতে ও আইনী লড়াই চালিয়ে যেতে ২৫ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। তবে অনুদানের ২৫ লাখ ডলার এখন ফেরত চেয়েছেন সেই সমর্থক। ওই সমর্থক বলেন, 'ফলাফল হতাশাজনক'। নর্থ ক্যারোলিনার ফ্রেডরিক এশেলম্যান নামে ওই ব্যবসায়ী অনুদানের অর্থ ফেরত চেয়ে হাউস্টনের আদালতে মামলা করেছেন।   ওই ব্যবসায়ী জানান, 'ট্রু দ্য ভোট' নামে টেক্সাসের একটি প্রো-ট্রাম্প গ্রুপকে আইনী লড়াই চালানোর জন্য অনুদানের অর্থ দেন। ওই গ্রুপটি 'ইলেকশন ইফিক্স' এর আওতায় নির্বাচনের সাতটি সুইং রাজ্যে ট্রাম্পের হয়ে অনুসন্ধান, মামলা ও সন্দেহজনক ব্যালট এবং প্রতারণার বিষয় নিয়ে কাজ করবে বলে জানায়। এসব রাজ্যে মামলা করার কথাও ছিলো ওই গ্রুপের। ফ্রেডরিক এশ্যালমেন দাবি করেন, আইনী লড়াই করেনি ওই গ্রুপটি। এ নিয়ে তিনি হাউস্টনের আদালতে একটি আদালতে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ আনেন, 'ট্রু দ্য ভোট তাদের আইনি পদক্ষেপের বিষয় থেকে সরে এসেছে এবং তারা ব্যাখ্যা দিতেও সম্মত নয়'। এদিকে, নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে গ্রুপটির প্রেসিডেন্ট ক্যাথেরিন এঙ্গেলব্রেশেট দাবি করেন, জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে মামলা করেছিলেন তারা। তবে তথ্য উপাত্ত নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম