আমেরিকা

নির্বাচনে কারচুপির মামলা নিয়ে সংশয়ে ট্রাম্প

নির্বাচন নিয়ে আইনী প্রক্রিয়ায় খুব বেশি সুবিধা করতে পারছেনা ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যগুলোর আদালতগুলোতে একের পর এক মামলা খারিজ হয়ে যাচ্ছে ট্রাম্প শিবিরের। হারের পরেই ভোট জালিয়াতি ও নির্বাচন কারচুপির অভিযোগ এনেছে ট্রাম্প শিবির। এখন সুপ্রিম কোর্টে অভিযোগগুলো উত্থাপন করবেন ট্রাম্প। তবে সুপ্রিম কোর্টেও মামলাগুলো খুব সুবিধা করতে পারবেনা বলে নিজেই সংশয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নিম্ন আদালতে উপযুক্ত তথ্য ও উপাত্তের অভাবে ইতোমধ্যে বেশিরভাগ মামলাই শুরুতেই খারিজ হয়ে গেছে। রবিবার (২৯ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প নিজেই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'এই সমস্যা (নির্বাচন জালিয়াতি) সুপ্রিম কোর্টে ফয়সালা করা কষ্টকর হবে'। তবে এখনো নিজের হার স্বীকার করতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি সাক্ষাৎকারে বলেন, 'আগামী ছয় মাসের মধ্যে আমার মত পরিবর্তন হবে না'। আইনী লড়াই চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেন তিনি। এদিকে, আইনী লড়াই এ সর্বশেষ পেনসিলভেনিয়ায় হতাশ হলো ট্রাম্প শিবির। ডাকযোগে আসা ভোট বাতিল ও সরকারিভাবে ভোটের প্রত্যয়ন (সার্টিফিকেশন) বন্ধের জন্য রিপাবলিকান সিনেটর মাইক কেলিসহ অন্য রিপাবলিকানদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়া সুপ্রিম কোর্ট। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে এই মামলাটি খারিজ করেন আদালত। এর ফলে নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনী লড়াই এ আরেকটি ব্যর্থতা যোগ হলো। এলএবাংলাটাইমস/ওএম