আমেরিকা

চীনা পণ্যের শুল্ক সহসা বাতিল হবে না: বাইডেন

চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক সহসা বাতিলের চিন্তা করছেন না প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। বর্তমানে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক দিতে হয়। এছাড়া ৩০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক নেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক নীতি পরিবর্তন না করলেও ক্ষমতায় বসে আমেরিকা এবং চীনের মধ্যকার বাণিজ্যিক চুক্তিগুলো ঘেঁটে দেখবেন বাইডেন। এরপর সেই অনুযায়ী 'সুসংহত পরিকল্পনা' গঠন করা হবে বলে জানান জো বাইডেন। বাইডেন বলেন, 'ক্ষমতায় বসার পর প্রথম কাজ মিত্র দেশগুলোর সাথে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন করা। চীনের সাথেও আমাদের এই পন্থা অবলম্বন করতে হবে'। ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের সাথে সম্পর্কে বেশ ফাটল ধরেছে যুক্তরাষ্ট্রের। প্রযুক্তিখাত ও বানিজ্যের ক্ষেত্রে চরম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে৷ যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করার পর চীনও তাদের পণ্যের রপ্তানিতে শুল্ক আরোপ করে। ফলে দুই দেশের মধ্যকার বানিজ্যিক সম্পর্ক চরম আকার ধারণ করে। এলএবাংলাটাইমস/ওএম