আমেরিকা

আলাস্কায় ভয়াবহ ভূমিধস: নিখোঁজ ছয়

আলাস্কার হেইনিসে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। বুধবার (৩ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাত ও বন্যায় এই ভূমিধসের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ভূমিধসের ঘটনায় পাহাড়ের নিচে থাকা দশটি বসতি সম্পূর্ণ ধসে গেছে৷ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া আবারো ভূমিধসের সম্ভাবনা রয়েছে৷ কর্তৃপক্ষ জানায়, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় নিখোঁজদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে৷ এছাড়া অন্ধকারের কারণে ঠিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। দ্য ইউএস কোস্ট গার্ড, আলাস্কা ন্যাশনাল গার্ড এবং আলাস্কা স্টেট ট্রুপারস সম্মিলিতভাবে উদ্ধার কাজে নিয়োজিত আছে৷ দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে ৩০ জন মানুষকে ইতোমধ্যে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দূর্ঘটনাস্থল থেকে ধংসস্তুপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে৷ তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধারকর্মীরা ঝুঁকির মুখে রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম