আমেরিকা

দল সাজাচ্ছেন হ্যারিস, ঘোষণা করলেন তিন নাম

জানুয়ারি থেকে ভাইস প্রেসিডেন্ট পদে হোয়াইট হাউজে বহাল হতে যাচ্ছেন কামালা হ্যারিস। এর আগে তাঁর অফিশিয়াল কর্মকর্তার দল সাজাচ্ছেন তিনি। বৃহস্পতবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউজে কারা তাঁর সার্বক্ষণিক অফিশিয়াল সঙ্গী হবেন, সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি। এরই মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদে কারা নিযুক্ত হচ্ছেন, তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। বাইডেনের মন্ত্রীসভার মতো 'বৈচিত্র‍্য' রাখা হচ্ছে এখানেও৷ তিন পদেই তিন নারীকে নিযুক্ত করা হচ্ছে। এদের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ, দুইজন এশিয়ান বংশোদ্ভূত। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চীফ অব স্টাফ নিযুক্ত হতে যাচ্ছেন হারতিনা ফ্লুরনয়। তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং বর্তমানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চীফ অব স্টাফ হিসেবে নিযুক্ত আছেন। এক বিবৃতিতে হ্যারিস বলেন, ফ্লুরনয় আমেরিকার সেবা করতে খুবই প্রতিশ্রুতিবদ্ধ৷ দেশের সংকট মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হ্যারিসের ডমেস্টিক পলিসি এডভাইজর হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন রহিনি কসোগলু। তিনি বর্তমানে হ্যারিসের ট্রানজিশন টিমের সিনিয়র এডভাইজর হিসেবে কাজ করছেন। হ্যারিসের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজর হিসেবে নিয়োগ পাবেন ন্যান্সি ম্যাককেলডোওনি। তিনি এর আগে জর্জ বুশের প্রশাসনে বুলগেরিয়ার মার্কিন দূত হিসেবে কর্মরত ছিলেন। কামালা হ্যারিস বলেন, 'ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের দল একান্তভাবে কাজ করবে। আমেরিকাকে আবার উন্নতের শিঁখরে নিতে এদের নিয়োগ দেওয়া হচ্ছে'। এলএবাংলাটাইমস/ওএম