আমেরিকা

ওয়াশিংটনে বিক্ষোভ: ছুরিকাঘাতে আহত ৪

নির্বাচনে জালিয়াতি ও ভোট কারচুপির অভিযোগে ওয়াশিংটনে জনসমাবেশের আয়োজন করেছিলো ডোনাল্ড ট্রাম্প সমর্থকেরা। সেই জনসমাবেশে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হয়েছে বলে জানায় ডিসি পেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। শনিবার (১২ ডিসেম্বর) রাতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয় সমর্থকেরা। সেখানেই এই ঘটনা ঘটে। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বওসার জানান, ডিসি ফায়ার এবং ইএমএস ট্রান্সপোর্ট সন্ধ্যা ৭টায় ৮ জনকে বিক্ষোভপ্রবণ অঞ্চল থেকে উদ্ধার করে। এরা সবাই আহত ছিলো। এরমধ্যে চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এদের অবস্থা গুরুতর৷ মেয়র অফিস সূত্র আরো জানায়, 'স্টপ দ্যা স্টিল' নামের এই আন্দোলন থেকে অন্তত ২৩ জনকে সহিংসতার দায়ে আটক করা হয়েছে। জানা গেছে, নির্বাচনের ফলাফল নিয়ে আন্দোলন করতে ট্রাম্পের সমর্থকেরা সুপ্রিম কোর্টে ও ফ্রিডম প্লাজায় জড়ো হয়। সেখানে এন্টি-ট্রাম্প সমর্থকেরাও জড়ো হয়। এরপরই সহিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের সাথে সংঘর্ষের দায়ে ৬ জনকে আটক করা হয়েছে, ১০ জনকে সংঘর্ষের দায়ে আটক করা হয়েছে, দুইজনকে পুলিশ ক্রস লাইন অতিক্রম করার দায়ে ও একজনকে টিজার ওয়েপন রাখার দায়ে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আন্দোলনকারীরা যেখানে জড়ো হয়, সেখানে বিচ্ছিন্ন বেশকিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। এলএবাংলাটাইমস/ওএম