আমেরিকা

বারকে বরখাস্তের প্রস্তাব তুললেন ট্রাম্প

এটর্নি জেনারেল উইলিয়াম বারকে বরখাস্তের প্রস্তাবনা তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অফিশিয়াল এক মিটিং এ এই প্রস্তাব তুলেন প্রেসিডেন্ট। ট্রাম্প অফিসের ঘনিষ্ঠ এক সূত্র এই কথা জানিয়েছেন৷ উপদেষ্টামণ্ডলীর সাথে মিটিং এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটর্নি জেনারেল উইলিয়াম বারের উপর বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান তদন্তের তথ্য নির্বাচনের আগে প্রকাশ না করায় বারের উপর বেশ চটেছেন ট্রাম্প। ট্রাম্প মিটিং এ উইলিয়াম বারকে বরখাস্তের বিষয়ে বেশ চাপ প্রয়োগ করেন বলে জানায় সূত্রটি। তবে উপদেষ্টামণ্ডলীর আপত্তির মুখে এখনো বরখাস্তের মতো ঘটনা ঘটেনি। এছাড়া এর আগে জানা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই এটর্নি জেনারেল উইলিয়াম বার স্বেচ্ছায় পদত্যাগ করবেন। এই বিষয়টি নিয়েও বারের উপর নাখোশ হোন ট্রাম্প। মূলত এটর্নি জেনারেল বার নির্বাচন নিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তার পর থেকেই ট্রাম্পের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে বারের। কিছুদিন আগে এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, '২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি'। মূলত উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই গণ্য করা হতো। উইলিয়াম বারের উপর ডোনাল্ড ট্রাম্পের এখনো আস্থা আছে কী না বা তাঁকে আদৌ এই পদে এখনো রাখা হবে কী না- এই প্রশ্নের জবাবে ট্রাম্পের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেন, 'যদি এই পদে কোনো রদবদল হয়, তবে সবার প্রথমে গণমাধ্যমে জানানো হবে'। এলএবাংলাটাইমস/ওএম