আমেরিকা

ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী বাইডেন ও হ্যারিস

শেষ হলো ২০২০ নির্বাচনের ইলেক্টোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিকতা। সকল রাজ্যের ইলেক্টোররা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য ইলেক্টোরাল ভোট দিয়েছেন। সাধারণ নির্বাচনের ধারাবাহিকতায় ইলেক্টোরাল কলেজ ভোটেও প্রত্যাশিত জয় পেলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বিজয় নিশ্চিত হওয়ার পরই জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আত্মার লড়াইয়ে গণতন্ত্র রক্ষা পেয়েছে। জনতার ইচ্ছার জয় হয়েছে।   সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার ইলেক্টোরাল ভোট হওয়ার পরই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ কলেজ ভোট হয়ে যায় জো বাইডেনের। চূড়ান্ত গণনায় বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। জো বাইডেন বক্তৃতায় আরো বলেন, ‘আমরা জনগণ ভোট দিয়েছি। প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা অবিচল রয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা অটুট রয়েছে।’ নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টার কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রয়াস প্রতিহত করেছেন। এজন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। জো বাইডেন বলেন, দেশের ৮ কোটি ১০ লাখের বেশি মানুষ তাঁকে ও ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। আগামী ৬ জানুয়ারি এই ইলেক্টোরাল কলেজ ভোট কংগ্রেসের সভায় গণনা করে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। এলএবাংলাটাইমস/ওএম