আমেরিকা

পদত্যাগ করলেন এটর্নি জেনারেল উইলিয়াম বার

অবশেষে ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এটর্নি জেনারেল উইলিয়াম বার। সোমবার (১৪ ডিসেম্বর) উইলিয়াম বার জানান, আগামী সপ্তাহ থেকে এটর্নি জেনারেলের পদে বহাল থাকছেন না তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম বার। বরাবরই ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপে সায় দিয়েছেন তিনি। তবে ক্ষমতার শেষ সময়ে এসে সেই সম্পর্ক ট্রাম্প-বার সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতি হয়নি - এই বিবৃতি দেওয়ার ফলেই মূলত ট্রাম্প নাখোশ হোন বারের উপর। এদিকে উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণার পরেই টুইটারে এই খবর জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দাবী করেন, তাঁদের সম্পর্ক এখনো চমৎকার রয়েছে। ট্রাম্প টুইটারে লিখেন, 'বারের সাথে খুব ভালো একটি মিটিং সমাপ্ত হলো। তিনি পদত্যাগ করছেন। এতোদিন যে অসাধারণ সার্ভিস তিনি দেশকে দিয়েছেন, সেটির জন্য তাঁকে ধন্যবাদ। আমাদের সম্পর্কও স্বাভাবিক রয়েছে'। ট্রাম্পের ক্ষমতার শেষ সময়ে উইলিয়াম বারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডেপুটি এটর্নি জেনারেল জেফ রোসেন। ট্রাম্প জেফ রোসেনকে এটর্নি জেনারেলের পদে স্বাগত জানিয়ে বলেন, তিনি একজন চমৎকার ব্যক্তি। এলএবাংলাটাইমস/ওএম