প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো প্রকাশ্যে জো বাইডেনের জয় মেনে নেননি। কিন্তু তাঁর দলের অধিকাংশ রিপাবলিকান নির্বাচন সুষ্ঠু হয়েছে মেনে নিয়ে বাইডেনকে বিজয়ী হিসেবে আখ্যা দিয়েছেন।
এবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল জো বাইডেনের জয় মেনে নিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তিনি ইলেক্টোরাল কলেজ ভোটের মিটিং এ বলেন, 'আমাদের দেশে এখন নব নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলো'।
তিনি বলেন, 'ইলেক্টোরালরা তাদের রায় দিয়েছেন। এখন আমি নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে চাই'।
তবে এখন পর্যন্ত সিনেটের সকল রিপাবলিকানরা বাইডেনের জয় প্রকাশ্যে স্বীকার করে নেননি। ইলেক্টোরাল কলেজ ভোটে বাইডেন জয়ী হওয়ার পরও অনেক রিপাবলিকান সিনেটর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান করেছেন। কিন্তু সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল জো বাইডেনের জয় স্বীকার করে নেওয়ায় অনেক সিনেটর পূর্বের অবস্থান থেকে সরে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
মিচ ম্যাককনেল বলেন, আমাদের অনেক বিষয়ে মতভেদ রয়েছে৷ আমাদের দেশে প্রথমবারের মতো কেউ মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাঁকে অভিনন্দন জানাতে চাই।
এলএবাংলাটাইমস/ওএম