আমেরিকা

যুক্তরাষ্ট্র-রাশিয়া একত্রে কাজ করতে প্রস্তুত: পুতিন

অবশেষে জো বাইডেনকে ২০২০ নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের ছয় সপ্তাহ পরে জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, 'রাশিয়া ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করতে প্রস্তুত'। ইলেক্টোরাল কলেজ ভোটে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরই মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাইডেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। বিশ্বের অনেক নেতাই নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পরেই অভিনন্দন জানান বাইডেনকে। তবে পুতিনের মুখমাত্র ক্রেমলিন তখন জানান, আইনী প্রক্রিয়া শেষ না হলে বাইডেনকে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকবেন পুতিন। বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, 'রাশিয়া ও আমেরিকার মধ্যকার যেসব বিবাদ এবং জটিলতা রয়েছে, সেসব বিষয়ে আমেরিকার সাথে আন্তরিকভাবে কাজ করতে ইচ্ছুক রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আন্তর্জাতিক সংহতি বজায় রাখতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে'। পুতিন বলেন, 'আমার দিক থেকে পারস্পারিক দুই দেশের উন্নতির জন্য আপনার (বাইডেন) সাথে যোগাযোগ করতে আমি প্রস্তুত রয়েছি'। তবে জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে- সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনের আগে অক্টোবরে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য রাশিয়া বড় একটি সমস্যা। এছাড়াও ডেমোক্রেটিকদের সাথে রাশিয়ার সম্পর্ক কখনোই গভীর ছিলো না। অপরদিকে, ২০১৬ সালে নির্বাচনের ফলাফলের পরই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্প প্রশাসনের সাথে কমবেশি সু-সম্পর্ক ছিলো পুতিনের। এলএবাংলাটাইমস/ওএম