আমেরিকা

সংক্রমণের শঙ্কায় কোয়ারেন্টাইনে পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কা দেখা দেওয়ায় কোয়ারেন্টাইনে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সম্প্রতি মাইক পম্পের সংস্পর্শে এসেছেন এমন একজন কর্মকর্তার করোনা পজেটিভ আসায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তবে মাইক পম্পেওর করোনা পরীক্ষা করানো হলে ফলাফল নেগেটিভ এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, মাইক পম্পেওর সংস্পর্শে এসেছেন এমন একজন কর্মকর্তার করোনা সনাক্ত হয়েছে। তবে গোপনীয়তা রক্ষার্থে তাঁর নাম প্রকাশ থেকে বিরত থাকা হয়েছে৷ পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র আরো জানায়, পররাষ্ট্রমন্ত্রীর দেহে করোনা সনাক্ত না হলেও সিডিসির গাইডলাইন অনুযায়ী তিনি কোয়ারেন্টাইনে রয়েছে। মন্ত্রনালয়ের মেডিকেল টিম তাঁকে গভীর পর্যবেক্ষণে রেখেছে'। কোয়ারেন্টাইনে থাকায় বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে৷ এছাড়া বুধবার সকালে মন্ত্রীসভার মিটিং স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঠিক কোথায় করোনা পজেটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সেই বিষয়ে কোনো কিছু জানায়নি মন্ত্রনালয়ের মুখপাত্র। এলএবাংলাটাইমস/ওএম