আমেরিকা

আবারো পাশ হচ্ছে নতুন প্রণোদনা প্যাকেজ

করোনা মহামারিতে বিপর্যস্তদের জন্য খুব শীঘ্রই ৯০০ বিলিয়ন ডলারের একটি প্রণোদনা বিল পাশ হতে পারে। কংগ্রেসনাল এইডের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কংগ্রেসের নেতারা চুক্তির 'দ্বারপ্রান্তে' রয়েছে। প্রণোদনার বিষয়ে আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে বিল পাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সূত্রটি। সূত্র জানায়, সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল কংগ্রেসের সভায় বলেন, 'প্রণোদনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি পাশ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে'। গত সপ্তাহে সেন্ট্রিস্ট হাউজ এবং সিনেট হাউজ এই প্রণোদনার বিল পাশের প্রস্তাব উত্থাপন করে। সেই সাথে করোনা চলাকালীন সময়ে বাড়ি ভাড়া দিতে ব্যর্থ হলে উচ্ছেদ হুমকি নিরসনে ও ছাত্রদের শিক্ষা লোন এর সুদ মওকুফ করতে পদক্ষেপ নেওয়া হয়। তবে এই প্রণোদনার অর্থ ডেমোক্রেটিকদের দাবিকৃত লোকাল ও স্টেট গভর্নমেন্টের কাছে যাবে না। এই অর্থ ব্যয় করা হবে 'পে চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম' ও করোনা ভ্যাকসিন বিতরণ খাতে৷ এদিকে, মঙ্গলবার রাতে সিনেটের চার শীর্ষ নেতা হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি, মিচ ম্যাককনেল, ডি-কেলিফ, সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারসহ অনেকেই প্রণোদনা বিষয়ে দীর্ঘ মিটিং করেছেন। আলোচনা অব্যাহত থাকলেও এই বছরের শেষে বিল পাশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ন্যান্সি পেলোসি ও মিচ ম্যাককনেল। এলএবাংলাটাইমস/ওএম