আমেরিকা

মাস্কের পক্ষ নেওয়ায় হুমকি, মেয়রের পদত্যাগ

ক্যানসাসের ডজ সিটিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার আইন জারির প্রস্তাব করেছিলেন শহরের মেয়র। তবে মাস্ক ব্যবহার করতে অনিচ্ছুক বাসিন্দাদের ক্রমাগত হুমকি-ধামকির মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক মেয়র। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ডজ সিটির মেয়র জয়েস ওয়ারশো পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ফোনে ও মেইলে মাধ্যমে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তিনি ও তাঁর পরিবার নিরাপত্তা বোধ করছেন না। অব্যাহতিপত্রে মেয়র জয়েস ওয়ারশো জানান, দায়িত্ব পালনকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা সত্যি। তবে আমি মেয়র পদে থেকে আর নিরাপত্তা বোধ করছি না। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে এই নারী মেয়র করোনা সংক্রমণ রোধে ক্যানসাসের বোর্ড সভায় মাস্ক ব্যবহারের পক্ষে আইন জারি করার সমর্থনে ভোট দেন৷ তিনি তখন বলেন, এটি সাধারণ কোনো ফ্লু নয়। এই মহামারি উতরে যেতে মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক আইন জারি করা হোক। এলএবাংলাটাইমস/ওএম