ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রকাশ্যে গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
বুধবার (১৬ ডিসেম্বর) বাইডেনের ট্রানজিশন টিম জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই করোনার টিকা নিবেন জো বাইডেন।
আর হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার টিকাটি গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷
দুইজনেই টিকার নিরাপত্তা বিষয়ে জনগণের আস্থা তৈরিতে লাইভ ভিডিওতে টিকাটি নিবেন। আগামী বছর থেকে জন সাধারণের জন্য টিকাটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
জো বাইডেন বলেন, 'যদিও আমি করোনার বিরুদ্ধে ফ্রন্ট লাইন কর্মী নই, তবুও জনগণের আস্থা তৈরিতে আমি টিকাটি গ্রহণ করছি'।
জো বাইডেনের বয়স ৭৮ বছর। তাই তিনি করোনা সংক্রমণের ঝুঁকির জরুরি ক্যাটাগরিতে রয়েছেন। আর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ করোনার বিরুদ্ধে লড়াই করা বলে ঘোষণা দেন তিনি।
এদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিকেল টিম যখন নিশ্চিত করবে টিকাটি 'সর্বোত্তম', তখনই তিনি টিকা গ্রহণ করবেন।
ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা প্রথমধাপে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষদের উপর প্রয়োগ করা হবে৷ প্রথম সপ্তাহে ২০ লাখ ৯০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। পরে ২০২১ সালের শেষ নাগাদ দেশের সকল মানুষকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।
এখন পর্যন্ত দেশে ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরুর একজন মাত্র পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। আলাস্কার ওই স্বাস্থ্যকর্মী জানান টিকা গ্রহণের পর তার এলার্জির সমস্যা দেখা দিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম