করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে ও কর্মহীনদের টিকিয়ে রাখতে প্রণোদনা বিল পাশের ব্যাপারে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে ইউএস কংগ্রেসে। ইতোমধ্যে আলোচনায় বেশ বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতারা।
শনিবার (১৯ ডিসেম্বর) কংগ্রেসের শীর্ষ নেতারা এক ট্রিলিয়ন ডলার প্রণোদনার বিল পাশের আলোচনায় বেশ অগ্রগতি করেছে বলে জানা গেছে। রবিবার এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
তবে হাউজ স্পিকার এবং ডেমোক্রেটিক সিনেটর ন্যান্সি পেলোসি দাবি করেন, রিপাবলিকান সিনেটর প্যাট টমি ফেডারেল রিজার্ভের বিষয়ে ভেটো দেন, যার কারণে এখনো চূড়ান্ত চুক্তি করা সম্ভব হয়নি।
রবিবারের মধ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের দর কষাকষি চূড়ান্ত করতে হবে। তবে চুক্তি চূড়ান্ত করার জন্য বেশি সময় নেই নীতিনির্ধারকদের কাছে। কংগ্রেসে ভোটাভুটিতে খুব শীঘ্রই বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷
এই বিল পাশ হলে প্রণোদনার বড় অংশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্য অংশ কর্মহীনদের কাছে চলে যাবে। ৩০০ বিলিয়ন ডলার করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়া হবে। আর কর্মহীনেরা সাপ্তাহিক ৩০০ ডলারের পে চ্যাক পাবে।
গত সপ্তাহে সেন্ট্রিস্ট হাউজ এবং সিনেট হাউজ এই প্রণোদনার বিল পাশের প্রস্তাব উত্থাপন করে। সেই সাথে করোনা চলাকালীন সময়ে বাড়ি ভাড়া দিতে ব্যর্থ হলে উচ্ছেদ হুমকি নিরসনে ও ছাত্রদের শিক্ষা লোন এর সুদ মওকুফ করতে পদক্ষেপ নেওয়া হয়।
তবে এই প্রণোদনার অর্থ ডেমোক্রেটিকদের দাবিকৃত লোকাল ও স্টেট গভর্নমেন্টের কাছে যাবে না। এই অর্থ ব্যয় করা হবে 'পে চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম' ও করোনা ভ্যাকসিন বিতরণ খাতে৷
এলএবাংলাটাইমস/ওএম