যুক্তরাষ্ট্রে অবশেষে পাশ হতে যাচ্ছে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ৷ ৯০০ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ পাশ করাতে রবিবার ভোটাভুটি হবে কংগ্রেসে।
এর আগে মার্কিন অর্থনীতিতে ফেডারেল রিজার্ভের ভূমিকা কেমন হবে সেই সংকট নিয়ে আলোচনা স্থবির হয়ে ছিলো। তবে শনিবার রাতে দুইপক্ষ এক সমঝোতায় পৌঁছায়।
সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আলোচনা যেভাবে এগিয়েছে, নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। শীঘ্রই যেনো প্রণোদনার বিল পাশ হতে পারে, এর জন্য দ্রুতই ভোটাভুটির আয়োজন করা হবে'।
দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের বিস্তারিত খরচ এখনো চূড়ান্তভাবে জানেন না দেশটির আইনপ্রণেতারা। তবে এই প্যাকেজের আওতায় বেকারভাতা বাবদ জনপ্রতি সপ্তাহে ৩০০ ডলার, দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের জনপ্রতি ৬০০ ডলার করে সরাসরি চেক বিতরণ করা হবে।
এছাড়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ৩৩ হাজার কোটি ডলারের প্রণোদনা তহবিল এবং স্কুলগুলোর জন্য ৮ হাজার কোটি ডলারের তহবিল থাকছে বলে জানা গেছে। এছাড়া করোনা টিকা বিতরণের জন্য থাকছে কয়েকশ কোটি ডলারের বড় তহবিল।
এই প্রণোদনা প্যাকেজ পাশ করতে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস নেতারা যেনো দ্রুত প্রণোদনার বিল পাশ করে, সে বিষয়ে বরাবরই তাগাদা দেন ট্রাম্প।
এলএবাংলাটাইমস/ওএম