আমেরিকা

রাশিয়ার প্র‍তি 'অন্ধ প্রেম' ট্রাম্পের: রোমনি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার বোমা ফাটিয়েছেন রিপাবলিকান সিনেটর মিট রোমনি। রবিবার (২০ ডিসেম্বর) টিভি সাক্ষাৎকারে মিট রোমনি বলেন, 'রাশিয়ার প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই নীরব। রাশিরায় প্রতি প্রেসিডেন্টের অন্ধ প্রেম'। ডোনাল্ড ট্রাম্পের এই রাশিয়াপ্রীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি বয়ে এনেছেন বলেও মন্তব্য করেছেন মিট রোমনি। মূলত সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাইবার হামলার চেষ্টা হওয়ার দিকেই ইঙ্গিত দেন তিনি। ভয়াবহ সাইবার হামলার জন্য রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে খোদ যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সরাসরি রাশিয়াকে এই হামলার জন্য দায়ী করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও রাশিয়াকে দোষারোপ করা থেকে বিরত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও গবেষকরা জানায়, যুক্তরাষ্ট্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে অন্তত ৫০০ টি প্রতিষ্ঠান হ্যাকিং এর কবলে পড়েছিলো। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হ্যাকিং চেষ্টার সাথে রাশিয়া যুক্ত ছিলো কী না, সেই বিষয়টি এড়িয়ে গেছেন। এদিকে সিনেট ইন্টিলিজেন্স কমিটির শীর্ষ সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, 'এখনো হ্যাকিং এর আশংকা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। পুরোপুরি হ্যাকারদের ঠেকাতে আরো সময় লাগবে'। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো রাশিয়ার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চুপ থাকবে না বলে গণমাধ্যমে তথ্য ফাঁস করেন বাইডেন এর ঘনিষ্ঠ এক সূত্র। রাশিয়াকে 'শায়েস্তা' করতে যথাযথ কৌশল আঁটছেন বাইডেন বলেই জানা গেছে। এলএবাংলাটাইমস/ওএম