আমেরিকা

আবার সক্রিয় হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি, ঘর ছাড়তে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাংশে প্রশান্ত মহাসাগরে অবস্থিত অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপের কিলাওয়েয়া আগ্নেয়গিরিটি আবারো সক্রিয় হয়ে উঠেছে। ফলে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই দিনে বার কয়েক ভূমিকম্পের পর হাওয়াই দ্বীপের কিলাওয়েয়া আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠে। শুরু হয় অগ্ন্যূৎপাত, জ্বালামুখ থেকে উদগীরণ হতে থাকে লাভা, গ্যাস ও ছাই। দ্য হাওয়াই কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি (সিওএইচ) জানায়, স্থানীয় সময় শনিবার রাতে হালেমাওমাও ক্রেটার থেকে আগ্নেয়গিরির লাভা উদগীরণ শুরু হয়। উদগীরণের পরিমাণ এখন সর্বোচ্চ সতর্কতায় পৌঁছে গেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের সূত্র মতে, স্থানীয় সময় শনিবার হিলো লেইটে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়। এর আগে আরো দুইবার দুই মাত্রা ও তার বেশি দুইটি ভূমিকম্প হয়। মূলত এর পরেই আগ্নেয়গিরির লাভা উদগীরণ শুরু হয়। সিওএইচ সূত্র জানায়, আগ্নেয়গিরির জ্বালামুখে একটি ফাটল দেখা দিয়েছে। মূলত এরপর থেকে লাভা নির্গত হয়ে জ্বালামুখের বাইরে চলে এসেছে। ঝড়ো বাতাসে আগ্নেয়গিরির ছাই ও বাতাস দ্বীপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। ফলে উড ভ্যালি, ওশেন ভিউ ও পাহালায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া পুরো দ্বীপের বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০১৮ সালে আরেকবার ভয়ংকর রূপ নেয় কিলাওয়েয়া। প্রায় ৭০০ ঘরবাড়ি পুরোপুরি নষ্ট হওয়ার পাশাপাশি বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হয়েছিলো। এলএবাংলাটাইমস/ওএম