আমেরিকা

শঙ্কায় প্রণোদনা প্যাকেজ: ট্রাম্পের প্রস্তাব বাতিল

আবারো প্রণোদনা প্যাকেজের বিল পাশ নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছিলেন, স্টিমুলাস চ্যাকের জন্য ২ হাজার ডলার বরাদ্দ দিতে হবে। এর আগে কংগ্রেস স্টিমুলাস চ্যাকের জন্য জনপ্রতি ৬০০ ডলার বরাদ্দ রেখেছিলো। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আইনপ্রণেতারা ডোনাল্ড ট্রাম্পের স্টিমুলাস চ্যাকের জন্য প্রস্তাবিত ২ হাজার ডলার পাশের প্রস্তাব নাকচ করে দেন। হাউজ অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র‍্যাটরা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দুই হাজার ডলার স্টিমুলাস বিল পাশের পক্ষে ভোট দিলেও সেটি নাকচ করে দেন রিপাবলিকানরা। অপরদিকে রিপাবলিকানরা প্রণোদনার প্যাকেজে এর ফরেইন এইডের বরাদ্দের পরিমাণ বাড়াতে চাইলে সেটি নাকচ করে দেন ডেমোক্রেটিকরা। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানান, আগামী সোমবার আবারো স্টিমুলাস চ্যাক বাড়ানোর জন্য ভোট হবে। অনেক ডেমোক্রেটিকরা এখন বলছেন, প্রণোদনা প্যাকেজের জন্য ৯০০ বিলিয়ন ডলার যথেষ্ট বড় নয়। অপরদিকে রিপাবলিকানরা চাইছেন যে কোনো উপায়ে প্রণোদনার বিল এক ট্রিলিয়ন ডলারের নিচে রাখতে৷ এর আগে কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ পাশের ব্যাপারে সমঝোতায় পৌঁছে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা। তবে ডোনাল্ড ট্রাম্প বিলটিতে সই করতে অনাপত্তি প্রকাশ করেন। কংগ্রেসের পাশকৃত বিল অনুযায়ী, স্টিমুলাস চ্যাক এর আওতায় নির্দিষ্ট আয়ের উপর প্রত্যেক নাগরিক ৬০০ ডলার করে ভাতা পাবেন। আর স্বামী স্ত্রী দুজন পাবেন একত্রে ১ হাজার ২০০ ডলার। অপ্রাপ্ত বয়স্ক শিশু পাবে আরো ৬০০ ডলার। তবে কংগ্রেসের প্রস্তাবিত এই স্টিমুলাস চ্যাক এর অর্থ বরাদ্দ পছন্দ করেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, আমি কংগ্রেসকে স্টিমুলাস চ্যাকের আওতায় ৬০০ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার বরাদ্দ রাখার জন্য বলেছিলাম। এর ফলে স্বামী-স্ত্রী দুইজন মিলে পাবে ৪ হাজার ডলার। তিনি ভিডিও বার্তায় ৬০০ ডলারের 'স্টিমুলাস চ্যাক' এর অর্থকে 'মর্যাদাহানীকর' বলে উল্লেখ করেন। এলএবাংলাটাইমস/ওএম