আমেরিকা

দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিলে সই করলেন ট্রাম্প

অবশেষে অনেক জল ঘোলা করে করোনা রিলিফ আইন অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাস রিলিফ এইড ও গভর্নমেন্ট স্পেন্ডিং প্যাকেজ বিলে সই করেছেন তিনি। এর আগে গত সোমবার কংগ্রেসে এই বিল পাশ হয়। তবে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন এই বিল পাশে সই করা থেকে বিরত থাকেন। আইনপ্রণেতাদের চাপের মুখে অবশেষে রোববার রাতে বিলটিতে সই করেন তিনি। এই দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় বছরে ৭৫ হাজার ডলারের কম আয়কারী প্রত্যেকে ৬০০ ডলারের স্টিমুলাস চ্যাক পাবেন। কর্মহীন ভাতা হিসেবে করোনায় কাজ হারানো প্রত্যেকে এগারো সপ্তাহ যাবত পাবে ৩০০ ডলার। এছাড়া করোনা রিলিফ বিলে ভাড়াটে, বাড়ির মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নানা সহযোগিতা রয়েছে। মূলত এর আগে ট্রাম্প দাবি করেন, স্টিমুলাস চ্যাক এর জন্য বরাদ্দ ৬০০ ডলার খুবই অপ্রতুল। তিনি জনপ্রতি ২ হাজার ডলার পাশ করতে কংগ্রেসকে চাপ দেন। তবে রিপাবলিকানদের আপত্তির মুখে ট্রাম্প প্রস্তাবিত ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাক পাশ হয়নি। গত মার্চ মাস থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ শনাক্ত হয়েছে। প্রতিদিন দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। সামনের মাসগুলোয় করোনা পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যসেবীরা। এলএবাংলাটাইমস/ওএম