আমেরিকা

হাউজে পাশ হলো ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাক প্রস্তাব

ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ পাশ হলো ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাকের বিল। সোমবার (২৭ ডিসেম্বর) ২৭৫-১৩৪ ভোটে বিলটি পাশ হয়। তবে স্টিমুলাস চ্যাকের বর্ধিত বিল চূড়ান্ত করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ অব কংগেসে এটি পাশ হতে হবে। এরপর পুনরায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে৷ দ্বিতীয় নাগরিক প্রণোদনার আওতায় যাদের প্রতি বছর আয় ৭৫ হাজার ডলার বা তার কম, তাদেরকে ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্প এই অর্থ মানুষের দূর্দশা ঘুচাতে যথেষ্ট নয় বলে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প জনপ্রতি ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাকের প্রস্তাব করেন। ট্রাম্পের প্রস্তাব লুফে নেন ডেমোক্রেটিকরা, আর রিপাবলিকানরা এই পরিমাণ অর্থ বরাদ্দে রাজি নয়। ফলে হাউজ অব রিপ্রেজেনটেটিভে ট্রাম্প প্রস্তাবিত ২ হাজার ডলার স্টিমুলাস চ্যাকের বিল পাশ হলেও হাউজ অব কংগ্রেসে সেটি বাতিল হতে পারে৷ ফলে আবারো দ্বিতীয় নাগরিক প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। হাউজ অব রিপ্রেজেনটেটিভে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন তার দল রিপাবলিকান নেতারাই । ট্রাম্পের প্রস্তাবের বিপক্ষে ১৩০ জন রিপাবলিকান ভোট দিয়েছেন, স্বতন্ত্র ভোট পড়েছে আরো দুইটি, আর দুই ডেমোক্রেটিকও এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এদিকে, হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বিল পাশে আশা প্রকার করে বলেন, দুই হাজার ডলার পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপাবলিকানরা স্টিমুলাস চ্যাক বিল পাশে সহায়তা করতে পারে। এলএবাংলাটাইমস/ওএম