জর্জিয়ায় মঙ্গলবার (৫ জানুয়ারি) রানঅফ নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে৷ সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে এর আগেই আগাম ভোট প্রক্রিয়া শুরু হয়েছিলো।
জর্জিয়ার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের পক্ষে যাচ্ছে।
জর্জিয়ার দুই আসনের মধ্যে একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ। অপর আসনে রিপাবলিকান প্রার্থী হিসেবে রয়েছেন কেলি লোফলার ও তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নোক।
রিপাবলিকানদের মধ্য থেকে যদি একজন প্রার্থীও জয়ী হোন, তবে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাবে। অপরদিকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের দখলে নিতে হলে দুই ডেমোক্রেটিক প্রার্থীকেই বিজয়ী হতে হবে।
ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যে দুইজনই জয়ী হলে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের ৫০-৫০ সমতা আসবে। এরপর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাঁর ক্ষমতাবলে এই সমতা ভেঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ঘোষণা করতে পারবেন।
সর্বশেষ খবরে নির্বাচনে সুবিধাজনক অবস্থানে আছেন ডেমোক্রেটিকরা। তবে নির্বাচনটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আভাস দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ জানান, সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে গেলে স্টিমুলাস চ্যাকের ভাতা ৬০০ ডলার থেকে ২ হাজার ডলার করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম