আমেরিকা

২০২০ এ জন্মানো শিশুদের জন্য বাড়তি ১ হাজার ডলার বরাদ্দ

কিছুদিন আগেই পাশ হলো দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিল। এই বিলের আওতায় অপ্রাপ্ত বয়স্ক শিশুদের পিতা-মাতাকে ৬০০ ডলার করে ভাতা দেওয়া হচ্ছে। তবে ২০২০ সালে জন্ম নেওয়া শিশুরা এই তালিকা থেকে বাদ পড়েছে। তাদের পিতা-মাতার কাছে এই ভাতার অর্থ পৌঁছেনি। মূলত ২০১৯ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে অর্থ মন্ত্রনালয় ভাতা পাওয়ার যোগ্যদের তালিকা তৈরি করায় ২০২০ সালে জন্ম নেওয়া শিশুরা তালিকা থেকে বাদ পড়ে গেছে। তাই যেসব শিশু ২০২০ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে জন্ম নিয়েছে, তাদের পিতা-মাতা বাড়তি ১ হাজার ডলার ভাতার অর্থ পাবেন। আয়ের উপর ভিত্তি করেই মূলত এই অর্থ দেওয়া হবে। প্রথম ধাপে দেওয়া হবে ৫০০ ডলার ও দ্বিতীয় ধাপে দেওয়া হবে ৬০০ ডলার। কারা ভাতা পাবেন? ১. সিঙ্গেল ফাইলার, যাদের আয় বছরে আয় ৭৫ হাজার ডলার। ২. পরিবারের প্রধান, যাদের আয় বছরে ১ লাখ ২৫ হাজার ডলার। ৩. বিবাহিত ও জয়েন্ট রিটার্ন হয়ে থাকলে বছরে আয় থাকতে হবে সর্বনিম্ন ১ লাখ ৫০ হাজার ডলার। ভাতা পেতে হলে করণীয় কী? যেসব শিশুদের জন্য ভাতার অর্থ বরাদ্দ হয়নি, তাদের ট্যাক্স রিটার্ন লিপিবদ্ধ করতে হবে। পরে এই ভাতার অর্থ পাওয়া যেতে পারে৷ এলএবাংলাটাইমস/ওএম