আমেরিকা

ক্যাপিটলে ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা-ভাঙচুর, নিহত ১

দ্য ইউএস ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ সময় গুলিতে একজন মারা যান। দাঙ্গাকারীরা ভবনে হামলা করলে সিনেট খালি করে দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছেন। হামলার সময় মাইক পেন্স কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। ট্রাম্পপন্থিরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা চেম্বারে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ক্যাপিটলের ভিতরে একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় মারা যান।  হামলার পর সিনেটের দরজা বন্ধ করে দেয়া হয়। সিনেটেরদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। কয়েকজন আইনপ্রণেতাকে প্রার্থনা করতেও দেখা যায়। মাইক পেন্স, সিনেটর চার্লস গ্রেসলিসহ অনান্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামাজিক মাধ্যমে হামলার বিভিন্ন ছবি প্রকাশ পাচ্ছে। ক্যাপিটল ভবনের ভেতরে দরজা, জানালা ভাঙা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেট চেম্বারও। বেশ কয়েকজন আইন কর্মকর্তা জানিয়েছেন ক্যাপিটল আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছে। অফিসাররা সেসব নিস্ক্রিয় করতে কাজ করছেন।   এলএবাংলাটাইমস/এনএইচ