মার্কিন রাজনীতির ইতিহাস নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো। ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্পপন্থিদের হামলায় সিনেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। মৃত্যু হয়েছে একজনেরও। তাই আরো সহিংসতা এড়াতে সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়।
টুইটার কর্তৃপক্ষ জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছিল। এছাড়া নীতিমালা না মানলে স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলেরও হুমকি দেয়া হয়েছে।
বিবৃতিতে টুইটার বলেছে, ডোনাল্ড ট্রাম্পের তিনটি টুইট নীতি লঙ্ঘন করেছে। ওসব টুইট মুছে ফেলা না হলে অ্যাকাউন্টটি লক থাকবে। ভবিষ্যতে নিয়ম না মানলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
ক্যাপিটল ভবনে দাঙ্গাকারীদের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলেন ট্রাম্প। ফেসবুক ওই ভিডিওটি মুছে ফেলে ও ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ২৪ ঘণ্টার জন্য পোস্ট দেয়া বন্ধ করে। একই ব্যবস্থা নেয়া হয়েছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও।
ফেসবুক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে দুটি নীতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ কারণে ২৪ ঘণ্টা ফিচার ব্লক করা হয়েছে।
প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মার্কিন ক্যাপিটল ভবনের ভিতরে ভাঙচুর চালিয়েছেন উগ্র ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছেন।
বেশ কয়েকজন আইন কর্মকর্তা জানিয়েছেন ক্যাপিটল আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছে। অফিসাররা সেসব নিষ্ক্রিয় করতে কাজ করছেন। এ পর্যন্ত ৫টি অস্ত্র উদ্ধার ও ১৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিসি পুলিশ।
এলএবাংলাটাইমস/এনএইচ
এলএবাংলাটাইমস/এনএইচ