পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার পর আবারো শুরু হয়েছে কংগ্রেসের যৌথ অধিবেশন। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এই অধিবেশন চলছে।
অধিবেশন শুরু হওয়ার এক পর্যায়ে দ্য ইউএস ক্যাপিটল ভবন বা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে উগ্র ট্রাম্প সমর্থকেরা হামলা করে। এ সময় সংঘর্ষে তিন ও গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়।
দাঙ্গাকারীরা ভবনে হামলা করলে সিনেট খালি করে দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছেন।
সামাজিক মাধ্যমে হামলার বিভিন্ন ছবি প্রকাশ পেয়েছে। ক্যাপিটল ভবনের ভেতরে দরজা, জানালা ভাঙা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেট চেম্বারও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাউজ স্পিকার ন্যান্সির অফিস।
আইনশৃঙখলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাপিটল ভবনে আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম