আমেরিকা

সিনেটের নিয়ন্ত্রণ যাচ্ছে ডেমোক্রেটিকদের কাছে

জর্জিয়ার সিনেট নির্বাচনের দুইটি আসনেই জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থীরা। ফলে ২০২৫ সালের পর প্রথমবারের মতো সিনেটের নিয়ন্ত্রণ পেলো ডেমোক্রেটিকরা। একটি আসনে ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুর বিরুদ্ধে জয় তুলে নেন। অপর আসনে জয় পান ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নোক, তাঁর প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান প্রার্থী কেলি লোয়েফলার। ওসফ-ওয়ার্নোক দুইজনই জয় পাওয়ার কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে সিনেটে ৫০-৫০ সমতা ফিরে এসেছে। এখন নিয়মানুযায়ী নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ৫১ নাম্বার ভোট দিয়ে ডেমোক্রেটিকদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবেন। হাউজ অব রিপ্রেজেনটেটিভ এর নিয়ন্ত্রণ আগে থেকেই ডেমোক্রেটিকদের দখলে ছিলো। এবার হাউজ অব সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তাঁর ও দলের প্রশাসনিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়ে যাবে। জর্জিয়ায় ডেমোক্রেটিকদের জয়ের পিছনে মূখ্য ভূমিকা রেখেছেন কৃষ্ণাঙ্গ ও মাঝবয়েসী ভোটাররা। সাধারণ নির্বাচনের থেকেও সিনেট নির্বাচনে ভোটার উপস্থিতি আরো বেশি হয়েছে৷ এলএবাংলাটাইমস/ওএম