যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে অনুমোদিত করেছে দেশটির কংগ্রেস। উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের বিশৃঙ্খলা ও তাণ্ডবের কয়েক ঘণ্টা পরই এই অনুমোদন দেয়া হলো। জো বাইডেন আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কংগ্রেসের অধিবেশন শুরু হয়। এরপর এই অনুমোদন দেন মার্কিন আইনপ্রণেতারা।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অধিবেশনের সভাপতি ছিলেন। প্রস্তাবটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই জর্জিয়ার সিনেটর কেলি লোফ্লারসহ অন্যরা বাইডেনের জয়ে নিজেদের সমর্থনের কথা জানান। তবে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা অ্যারিজোনার ফলাফল চ্যালেঞ্জ করেন। তবে অনেক রিপাবলিকানই ডেমোক্রেট এই প্রার্থীর প্রতি সমর্থন দেন।
ইউএস ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। একজন মারা গেছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর ট্রাম্পের অনেক ঘনিষ্ঠরা তার সঙ্গ ছাড়ছেন। নীতি লঙ্ঘন করে পোস্ট দেয়ায় ট্রাম্পের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আনা হয়েছিল।
এলএবাংলাটাইমস/এনএইচ