আমেরিকা

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: ট্রাম্প

২০২০ নির্বাচনের জল অনেক দূর গড়ানোর পর অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সিনেট অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে অনুমোদিত করেছে দেশটির কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। সিনেটের অনুমোদনের পরই অবশেষে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে সম্মত হোন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছেন তিনি। এর আগে উগ্র ট্রাম্পপন্থি সমর্থকেরা পার্লামেন্টে বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টি করে। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়। একজন পুলিশের গুলিতে মারা যায় পার্লামেন্ট ভবনেই। বাকি তিনজন হাসপাতালে মারা গেছে। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে পার্লামেন্ট ভবনের দরজা জানালা ও বেশকিছু কক্ষ। সহিংসতা সৃষ্টিকারী বেশ কিছু ট্রাম্পপন্থি সমর্থক আটক করেছে পুলিশ। এদিকে, ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়ে বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'যদিও নির্বাচনের ফলাফল নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই, তবে আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে'। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, 'আমেরিকাকে মহান হিসেবে পুনরায় গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম মেয়াদে আমাদের এই যাত্রা সবে শুরু হয়েছে'। এলএবাংলাটাইমস/ওএম