মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দিলো টুইটার কর্তৃপক্ষ।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের মাধ্যমে সহিংসতা আবারো উস্কে যেতে পারে শঙ্কা করেই টুইটার কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে৷
কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণের পর এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে সাময়িক সময়ের জন্য ট্রাম্পের টুইটার একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিলো।
শুক্রবার বিকেলে ট্রাম্প দুইটি টুইট করেন। টুইটার কর্তৃপক্ষের দাবি, ট্রাম্পের করা টুইটগুলো তাদের কোম্পানির সহিংসতার নিয়মের বিরুদ্ধে গেছে।
কর্তৃপক্ষ জানায়, 'টুইট দুইটি ব্যবহারকারীদের বেশ বড় অংশের কাছে পৌঁছাবে। এতে সহিংসতা উস্কে যেতে পারে'।
ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে একটি টুইট করেন। সেই টুইটে নির্বাচনে জয়ের দাবি করেন তিনি। দ্বিতীয় টুইটে জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেন তিনি।
এলএবাংলাটাইমস/ওএম