প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোনো পদক্ষেপ না নিলে প্রতিনিধি পরিষদ এই বিষয়ে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
রোববার (১০ জানুয়ারি) ক্ষমতার মেয়ার শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে প্রথমবারের মতো মুখ খুলেছেন ডেমোক্রেটিক সিনেটর ও হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।
ন্যান্সি পেলোসি বলেন, সোমবার (১১ জানুয়ারি) সকালে প্রতিনিধি পরিষদের সমাবেশে ২৫তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা থেকে প্রত্যাহার করতে প্রস্তাব রাখা হবে ও সর্বসম্মতিক্রমে সেটি পাশ করার চেষ্টা করা হবে।
তবে এই প্রস্তাবটি যদি রিপাবলিকানদের বাঁধার মুখে সর্বসম্মতিক্রমে পাশ করা সম্ভব না হয়, তবে আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) সিনেট ফ্লোরে সেটি পুনরায় ভোটাভুটির জন্য তোলা হবে।
পরবর্তীতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। তবে মাইক পেন্স কোনো সিদ্ধান্ত না জানালে প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসন করার প্রক্রিয়া চালিয়ে যাবে।
ন্যান্সি পেলোসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে আমাদের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে। প্রেসিডেন্টের সাম্প্রতিক কার্যকলাপ এই দুইটির জন্যই হুমকিস্বরুপ’।
সোমবার সকালে রোডে আইল্যান্ডের ডেমোক্রেটিক প্রতিনিধি ডেভিড সিসিলিয়ান, ম্যারিল্যান্ড এর ডেমোক্রেটিক প্রতিনিধি জেমি রাসকিন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধি টেড লিও প্রতিনিধি পরিষদের অধিবেশনে ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাবনা উত্থাপন করবেন।
ডেভিড সিসিলিয়ান এর আগে টুইটারে জানান, ট্রাম্পকে অভিশংসিত করতে দুইশোর অধিক কো-স্পন্সর রয়েছে।
মূলত এ গত বুধবার জো বাইডেনের জয় অনুমোদন করতে ক্যাপিটল হিলের সিনেট অধিবেশন চলাকালে উগ্র ট্রাম্প সমর্থকেরা হামলা করে। এ সময় এক পুলিশ সদস্যসহ আরো চারজনের মৃত্যু হয়। আর নজিরিবিহীন এই হামলায় ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ক্যাপিটল হলে উগ্র ট্রাম্পপন্থিদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর নিজ দল রিপাবলিকানদের মধ্যেই। প্রভাবশালী সিনেটর প্যাট টমি ও লিসা মুরকোওস্কি ট্রাম্পকে অভিশংসিত করতে মত দিয়েছেন। এছাড়া দল-মত নির্বিশেষে বিভিন্ন মহল থেকে ট্রাম্পকে প্রত্যাহারের দাবি তুলেছে।
এলএবাংলাটাইমস/ওএম