যুক্তরাষ্ট্রের সিনেট থেকে তিন রিপাবলিকান সিনেটর এর বহিষ্কার দাবি করেছে ডেমোক্রেটিক সিনেটর শ্যালডন হোয়াইটহাউজ।
রিপাবলিকান সিনেটর জশ হওলি, টেড ক্রুজ এবং রন জনসনকে সিনেট থেকে স্থায়ী বহিষ্কারের দাবি করেছেন শ্যালডন হোয়াইটহাউজ।
শ্যালডন হোয়াইটহাউজ বলেন, ক্যাপিটল হিলের হামলার পর সিনেটের প্রতিরক্ষা বিষয়ে নজর দেওয়ার সময় এসেছে। সেদিন কী ঘটেছে ও কার কী ভূমিকা ছিলো, এই বিষয়ে তদন্ত প্রয়োজন।
তিনি বলেন, ডিপার্টমেন্ট অব জাস্টিসের অধীনে সুরক্ষা পেয়ে থাকে হাউজ অব সিনেট। সেদিন কি হয়েছে এই বিষয়ে স্বাধীন তদন্তের প্রয়োজন রয়েছে।
তাই এখন সাময়িকভাবে এবং প্রয়োজনে স্থায়ীভাবে তিন সিনেটরকে বহিষ্কার করা হোক। এলএবাংলাটাইমস/ওএম
তাই এখন সাময়িকভাবে এবং প্রয়োজনে স্থায়ীভাবে তিন সিনেটরকে বহিষ্কার করা হোক। এলএবাংলাটাইমস/ওএম