লস এঞ্জেলেসে পুলিশের গুলিতে মারা গেছেন এক ব্যক্তি। এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
শেরিফ ডিপার্টমেন্ট অফিস সূত্র জানায়, ফিগারাও ড্রাইভে পানশালার দোকানের পাশে এক নারীকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করে ওই ব্যক্তি। এ সময় পুলিশ তাকে ধাওয়া করলে ছুরি নিয়ে পুলিশকে আঘাত করতে উদ্যত হয় সে।
একপর্যায়ে ওই ব্যক্তিকে নিবৃত্ত করতে চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। পরে পুলিশ ওই ব্যক্তির উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ছুরিকাঘাতে আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি।
পুলিশ মৃত ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করা থেকে বিরত থেকেছে। তবে ওই ব্যক্তির বয়স ৪০ বছর বলে জানায় পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম