আমেরিকা

ট্রাম্পের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে নিউ ইয়র্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করেছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। গত সপ্তাহে জাতীয় পার্লামেন্টে ট্রাম্পপন্থি সমর্থকদের নজিরবিহীন হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বুধবার (১৩ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প অর্গানাইজেশনের সাথে নিউ ইয়র্ক সিটির যেসব ব্যবসায়িক চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করা হবে। নিউ ইয়র্ক সিটির সাথে ট্রাম্প অর্গানাইজেশনের বেশকিছু ব্যবসায়িক চুক্তি রয়েছে। নিউ ইয়র্কের ফেরি পয়েন্টে ট্রাম্প অর্গানাইজেশনের একটি গলফ লিংকস, দ্য সেন্ট্রাল পার্ক এবং দ্য উলম্যান এন্ড লাসকারে আইস স্কেটিং রিনকস রয়েছে। নিউ ইয়র্ক সিটি এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহের ক্যাপিটল হিলে হামলার কারণে আমাদের একজন পুলিশ সদস্যসহ চারজন বিক্ষোভকারী মারা গেছে। আমাদের সিনেটরদের মধ্যে একজনের করোনা সংক্রমণ হয়েছে। এছাড়া দেশের গণতান্ত্রিক ভাবধারা ক্ষুণ্ম হয়েছে। এই নজিরবিহীন হামলার পর ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রাখতে নিউ ইয়র্ক সিটি আগ্রহী নয়। এছাড়া উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের হামলার পর আরো বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে ডুশ ব্যাংক ও সিগনাচার ব্যাংক, একটি ক্রেডিট কার্ড স্ট্রিপ কোম্পানি, শপিফাই নামের একটি অনলাইন শপ ও পিজিএ অব আমেরিকা নামের প্রতিষ্ঠানগুলো ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিল করেছে। ট্রাম্প অর্গানাইজেশনের সাথে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়াও আন্তর্জাতিক কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার গ্লোবাল রিয়েল এস্টেট কোম্পানি কুশম্যান এন্ড ওয়েকফিল্ড এর মুখপাত্র ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা জানান। এদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র দে ব্লাজিও ক্যাপিটল হিলে হামলার পর প্রতিক্রিয়ায় জানান, ‘যারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা অপরাধী’। উল্লেখ্য, ট্রাম্পের সাথে মেয়র ব্লাজিওর সম্পর্ক সবসময় খুব শীতল ছিল। নিউ ইয়র্ক সিটির নেওয়া এই পদক্ষেপ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প অর্গানাইজেশন। তবে নিউ ইয়র্ক সিটির এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে ঈরিক ট্রাম্প বলেন, ট্রাম্প অর্গানাইজেশনের সাথে নিউ ইয়র্ক সিটি চাইলেই ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারবে না।   এলএবাংলাটাইমস/ওএম