আমেরিকা

'রেডিও' হতে পারে সহিংসতা ও উস্কানির পন্থা: এফসিসি

জানুয়ারির ২০ তারিখ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উগ্র ট্রাম্পপন্থি গোষ্ঠী সহিংসতা করবে বলে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ইতোমধ্যে এই সহিংসতার আশংকায় প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটারসহ আরো অনেক প্লাটফর্ম ঢালাওভাবে অনেক ব্যবহারকারীর আইডি সাময়িক স্থগিত করেছে। ফলে ক্যাপিটল হিলে হামলার আগে ফেসবুক, টুইটারে উগ্রপন্থিরা যেভাবে সম্মিলিত হয়ে পরিকল্পনা করেছে, সেটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) জানিয়েছে, উগ্রপন্থি ও সহিংসতাকারীরা রেডিও প্লাটফর্মের মাধ্যমে হামলার পরিকল্পনা করবে। রেডিও ওয়েভের মাধ্যমে পরিকল্পনা করে 'ক্রিমিনাল এক্টিভিটি' ঘটানো হবে বলে সতর্কবার্তা জারি করেছে এফসিসি। এরপর থেকে এফসিসি নিয়ন্ত্রিত রেডিও প্লাটফর্মগুলোর উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম