আমেরিকা

হোয়াইট হাউজ ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউজ ত্যাগ করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মেরিন হেলিকপ্টারে করে সস্ত্রীক হোয়াইট হাউজ ত্যাগ করে ফ্লোরিডার জয়েন্ট বেজ অ্যান্ড্রুজের দিকে রওনা করেন তিনি। জয়েন্ট বেজ অ্যান্ড্রুজেই প্রেসিডেন্ট হিসেবে শেষ বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত থাকছেন না। কিছুক্ষন পরেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সেখানে উপস্থিত থাকছেন না ট্রাম্প, তবে পেন্স উপস্থিত থাকবেন সেখানে। হোয়াইট হাউজ ত্যাগের আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। আমি এবারে চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসতে পারি'। বক্তব্যে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের প্রতি শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, 'তাদের হাতে শক্ত ভিত্তি আছে। আশা করি তাদের সরকার সফল হবে'। এলএবাংলাটাইমস/ওএম