আমেরিকা

শপথ নিলেন বাইডেন ও হ্যারিস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। ১২৭ বছরের পুরোনো পারিবারিক বাইবেল হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন্স রবার্টস৷ এদিকে, জো বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন কামালা হ্যারিস। আর এই শপথ গ্রহণের মুহুর্তেই ইতিহাসের পাতায় উঠে এসেছেন হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও সাউথ এশিয়ান ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র। শপথ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন করেন পপ তারকা লেডি গাগা। এরপর প্রথা অনুযায়ী প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কামালা হ্যারিস। শপথ শেষ হওয়ার পর তুমুল করতালি দিয়ে কামালাকে অভিনন্দন জানান সবাই। কামালা হ্যারিসের শপথের পর সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জেনিফার লোপেজ। এরপর শপথ গ্রহণ করে জো বাইডেন। সকাল ১১টা ৪৮ মিনিটে শপথ পড়ানো হয় বাইডেনকে। শপথের পর তুমুল করতালি ও হর্ষধ্বনিতে অভিনন্দন জানানো হয় বাইডেনকে। এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ ও হিলারি ক্লিনটন এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এলএবাংলাটাইমস/ওএম