আমেরিকা

ঝড়ো হাওয়া ও বৃষ্টির দেখা মিলতে পারে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অংশে

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল-জুড়ে শুষ্ক আবহাওয়া রেকর্ড ভেঙে আসছে। দক্ষিণ-পশ্চিমের ৭০ শতাংশ এলাকা কাবু মারাত্মক খরায়। কিন্তু এখন মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। লাস ভেগাসে গত ২৭৩ দিনে বৃষ্টির দেখা মিলেছে দু’বার। ফোনিক্সেও চলেছে বছরজুড়ে তাপপ্রবাহ ও অনাবৃষ্টি। ২০২০ সালে বৃষ্টি ছিল মাত্র ১৫ দিন। কিন্তু এখন আবহাওয়ার ধরন বদলাচ্ছে। সান্টা আনা বায়ুপ্রবাহের কারণে হারিকেন তৈরি হয়েছে। এ অঞ্চলে ২ লাখ ৭০ হাজার বাড়ি রয়েছে অন্ধকারে। ঝড় সরছে দক্ষিণে। বিভিন্ন মডেলে দেখা গেছে ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনায় তিন থেকে চারটি পৃথক ঝড় আঘাত হানবে। তাই ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলের সোনোরান ডেজার্ট এ আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত অ্যারিজোনার পশ্চিমাঞ্চলে এক থেকে তিন ইঞ্চি বৃষ্টি হতে পারে। ক্যালিফোর্নিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত ২.৫ ইঞ্চি। পূর্বাভাসে বলা হচ্ছে আগামী কয়েকদিনে এ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে দুই থেকে তিন ইঞ্চি। চলতি মাসের শেষ পর্যন্ত প্রতি তিন-চারদিন পরপর এমন ঝড়ো আবহাওয়ার বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফোনিক্স, ইয়োমা ও অ্যারিজোনার বাসিন্দারা খুশিই হতে পারেন। সেখানে শেষবার বৃষ্টি হয়েছিল গত ১০ ডিসেম্বর। ফোনিক্স বৃষ্টি অব্যাহত থাকতে পারে ছয় থেকে সাত দিন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের অর্ধেক ও নেভাদায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে রোববার থেকে সোমবার। এলএবাংলাটাইমস/এনএইচ