আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় আগামী বছর উচ্ছেদ মামলা হতে পারে দ্বিগুণ

করোনা মহামারির কারণে ভাড়াটিয়াদের অর্থনৈতিক দুর্দশা বাড়ায় আগামী বছর ক্যালিফোর্নিয়ায় উচ্ছেদ সংক্রান্ত মামলা দ্বিগুণ হতে পারে। ধারণা করা হচ্ছে বাড়ির মালিকরা ২ লাখ ৪০ হাজার উচ্ছেদ মামলা দায়ের করতে পারেন, যেটি সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ। এদিকে গভর্নর গেভিন নিউসাম ভাড়াটিয়াদের নিরাপত্তা বাড়াতে পারেন। তিনি আইনসভাকে বিচারব্যবস্থার জন্য অর্থ অনুদান বৃদ্ধি করতে বলেছেন, যাতে উচ্ছেদ সংক্রান্ত মামলা পরিচালনায় কোর্ট প্রস্তুত হতে পারে। গভর্নর নিউসামের মুখপাত্র জেসে মেলগার বলেন, যদি মামলা দ্বিগুণ না হয়, যদিও সেটি হবার সম্ভাবনা কম। তাহলে অর্থ পুনরায় ফেরত যাবে। করোনার কারণে রাজ্যজুড়ে নিম্ন আয়ের ভাড়াটিয়া বিপদে পড়েছেন। অনেকেই আবাসন ব্যয় পূরণ করতে পারছেন না। নিম্ন আয়ের বাসিন্দাদের অনেকে খাদ্য সরবরাহ ব্যবস্থায় কাজ করেন। তারা চাকরি হারিয়ে অর্থনৈতিক সংকটে আছেন। গত বছরের জুন পর্যন্ত হিসেবে দেখা যায় প্রায় ১০ লাখ ভাড়াটিয়া করোনার কারণে চাকরি হারিয়েছেন। ইউসি ব্রেকেলি টার্নার সেন্টারের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। সংস্থাটিসহ অন্যান্য গবেষণায় মাত্রাতিরিক্ত উচ্ছেদ মামলা হতে পারে বলে আশঙ্কা জানানো হয়েছে। গতমাসে যুক্তরাষ্ট্রের জরিপ সংস্থা জানায়, ১৯ লাখের বেশি ক্যালিফোর্নিয়ার প্রাপ্তবয়স্ক নিয়মিত তাদের আবাসন ভাড়া দিতে অক্ষম। ফেডারেল নিরাপত্তা অনুসারে মালিককে জানালে তাৎক্ষণিক উচ্ছেদ থেকে প্রতিকার মিলে। তবে ভাড়া সংক্রান্ত কর্মসূচি মেয়াদ হারালে পুনরায় সব ভাড়া বকেয়া হয়ে থাকে। বুধবার প্রেসিডেন্ট বাইডেন এক নির্বাহী আদেশে এই নিয়মের সময়সীমা মার্চ পর্যন্ত বাড়িয়েছেন। জানুয়ারির ৩১ পর্যন্ত ভাড়াটিয়ারা চারভাগের একভাগ ভাড়া পরিশোধ করে থাকলে রাজ্যের আইনি সুবিধায় নিরাপত্তা পাবেন। যদিও বাড়ির মালিকরা যেকোনো পরিমাণ ভাড়ার জন্য মামলা করতে পারে। গভর্নর নিউসাম ও আইনপ্রণেতারা উচ্ছেদ নিরাপত্তা সংক্রান্ত আইন জোরদার করার কথা ভাবছেন। এলএবাংলাটাইমস/এনএইচ