আমেরিকা

মারা গেলেন জনপ্রিয় টিভি উপস্থাপক ল্যারি কিং

কিংবদন্তি টকশো সঞ্চালক ও সিএনএন এর সাবেক সাংবাদিক ল্যারি কিং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। শনিবার (২৩ জানুয়ারি) লস এঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে মারা গেছেন তিনি। তাঁর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি। তবে আগে থেকেই নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন ল্যারি কিং। তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তাঁর বাইপাস সার্জারি হয়। ২০১৭ সালে কিং এর ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল। ৬৫ বছর সাংবাদিকতা করার পাশাপাশি ২৫ বছর সিএনএন এর 'ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। তাঁর অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন। অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন। তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন। এলএবাংলাটাইমস/ওএম