আমেরিকা

যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লেংকেন

বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত হলেন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের সহচর এন্টনি ব্লেংকেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাইডেন মনোনীত এন্টনি ব্লেংকেনকে সিনেটে ভোটাভুটির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সিনেটে ৭৮-২২ ভোটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হলো ব্লেংকেনের। ব্লেংকেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত হওয়ায় বাইডেন প্রশাসন ন্যাশনাল সিকিউরিটি টিম অনেকটা গুছিয়ে নিয়েছেন। বাইডেন প্রশাসনের প্রধান ন্যাশনাল সিকিউরিটি এডভাইজর হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাক সুলিভান, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্স হিসেবে নিয়োগ পেলেন এভরিল হেইনস এবং ডিফেন্স সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লয়েড অস্টিন। সদ্য নিয়োগ পাওয়া ৭১তম পররাষ্ট্রমন্ত্রী ব্লেংকেনকে দায়িত্ব পেয়েই বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করতে হবে। সেই সাথে নিজস্ব ডিপার্টমেন্টের কর্মীদের হারানো মনোবল ফিরিয়ে আনতেও কাজ করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম