প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার সাথে পরমাণু শান্তি চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বর্ধিত করলো যুক্তরাষ্ট্র।
বুধবার (৩ ফেব্রুয়ারি) স্টেট সেক্রেটারি এন্থনি ব্লিঙ্কেন এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
ব্লিঙ্কেন বিবৃতিতে বলেন, 'রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি বর্ধিত হওয়ার ফলে দেশ দুইটি এমনকি বিশ্ব দরবারের অনেক দেশ আরো নিরাপদ হলো'।
পাঁচ ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। এর আগেই গত শুক্রবার পরমাণু চুক্তি বর্ধিতকরণ কাগজে সই করেছেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়ান ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল, সাবমেরিন মিসাইল এবং ভারী বোম্বার ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।
এলএবাংলাটাইমস/ওএম