আমেরিকা

তিন হাজার ডলার চাইল্ড বেনিফিট ভাতার প্রস্তাব

যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে, তাদের জন্য তিন হাজার ডলার করে চাইল্ড বেনিফিট ভাতার প্রস্তাবনা তোলা হচ্ছে সিনেটে। ডেমোক্রেটিকরা সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রস্তাবনাটি উত্থাপন করবে সিনেটে। এই প্রস্তাবের আওতায় সরাসরি তিন হাজার ডলার করে ভাতা পাবে দশ মিলিয়ন পরিবার। প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এক লাখ নব্বই হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের আওতায় এই ভাতা রাখা হয়েছে। নতুন এই প্রস্তাবনাটি উত্থাপন করবেন ওয়েস এন্ড মিন্স এর চেয়ারম্যান রিচার্ড নিল। আগে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এই প্রস্তাব উত্থাপন করেছিলেন সিনেটর মিট রোমনি। শিশু সন্তানসহ পরিবারের ক্যাশ বেনিফিট বাড়ানোর জন্য এই প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এই প্রস্তাবনাটি বাইডেন প্রশাসন যাচাই-বাছাই করে দেখেছে। সোমবার বিষয়টি উত্থাপনের পর পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রস্তাবনায় কী থাকছে? কবে নাগাদ ভাতা পাওয়া যাবে? এই প্রস্তাবনা অনুযায়ী যেসব পরিবারে ৬ থেকে ১৭ বছরের শিশু রয়েছে, তাদের প্রত্যেকে তিন হাজার ডলার করে ভাতা পাবে। আর যে সব পরিবারে ছয় বছরের কম বয়েসী শিশু সন্তান রয়েছে, তাদেরকে ৩ হাজার ৬০০ ডলার করে দেওয়া হবে। মাসিক কিস্তিতে চাইল্ড বেনিফিট ভাতার অর্থ পাওয়া যাবে। প্রস্তাবনা পাশ হওয়ার পর ১ জুলাই এর মধ্যে ব্যাংকে অর্থ চলে যাবে। তবে এই বেনিফিট ভাতার অর্থ ১০ মিলিয়ন পরিবার পাবে। জয়েন্ট ফাইলিং এর ক্ষেত্রে যেসব পরিবারের আয় গত বছর এক লাখ ৫০ হাজার ডলার ছিলো ও সিঙ্গেল পরিবারের ক্ষেত্রে গত বছরের আয় পঁচাত্তর হাজার ডলার ছিলো, শুধু তারা এই চাইল্ড বেনিফিট
ভাতা পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। এলএবাংলাটাইমস/ওএম