আমেরিকা

ফ্লোরিডায় নৌকা ডুবে নিখোঁজ ১৬, উদ্ধার অভিযান চলছে

ফ্লোরিডা উপকূলে দুইটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ইউএস কোস্ট গার্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা অবৈধভাবে নৌকা দিয়ে ফ্লোরিডা উপকূল হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছিলো। নৌকাডুবির ঘটনা প্রথম জানা যায় শুক্রবার। ফোর্ট পিয়ার্স থেকে ২৫ মাইল দূরে একজনকে পানি থেকে উদ্ধার করার পর ২টি নৌকাডুবিতে ১৬ জন নিখোঁজ এর খবর জানতে পারে ইউএস কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ওই ব্যক্তি জ্যামাইকার বাসিন্দা। তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানান, তার নৌকাটি দুইদিন আগে তলিয়ে যায়। নৌকাতে আরো ৫ জন বাসিন্দা ছিলো। বাহামাসের বিমিনি থেকে নৌকাটি ফ্লোরিডা উপকূলে এসেছিলো। এদিকে, ইউএস কোস্ট গার্ড সূত্র জানায়, কিউবার হাভানা থেকে ছেড়ে আসা একটি ছয় ফুট লম্বা মেক শিফট ভ্যাসেল ফ্লোরিডা উপকূলে তলিয়ে গেছে। ওই ভ্যাসেলে অন্তত ১০ জন ছিলো। নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে ইউএস কোস্ট গার্ড। বিমান এবং বোট সহকারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইউএস কোস্ট গার্ডের মুখপাত্র। এলএবাংলাটাইমস/ওএম