আমেরিকা

১৪০০ ডলার স্টিমুলাস চ্যাক থেকে পেতে পারেন ২৫০০০ ডলার! কীভাবে?

তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি-কোটি মার্কিনী। তবে এখনো বিলটি পাশের ব্যাপারে আইনপ্রণেতারা এক না হলেও এই বিল পাশ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় একক আয়ের বাসিন্দা যারা বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করেন, তারা পাবেন এক হাজার ৪০০ ডলার এবং বিবাহিত দম্পতিদের যাদের আয় ১ লাখ ৫০ হাজারের কম, তারা পাবে ২ হাজার ৮০০ ডলার। করোনায় ক্ষতিগ্রস্ত অনেকেই আছেন যাদের ভাতার অর্থ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে তাদের বিল এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিটবে। তবে অনেকে আছেন যাদের এমন সমস্যা নেই বরং ১৪০০ ডলার চাইলেই সঞ্চয় করতে পারবেন। তাদের জন্য ভাতার অর্থ বাড়ানোর বেশ কিছু সুযোগ আছে। স্টক মার্কেটে লগ্নি: অর্থ বাড়ানোর অন্যতম এক উপায় হলো স্টক মার্কেটে লগ্নি করা। তবে সঠিক জায়গায় লগ্নি না করলে তা হবে না। S&P 500 ইনডেক্স হলো এমন একটি সুরক্ষিত স্থান যেখানে চাইলেই সুন্দরভাবে লগ্নি করা যায়। এই ইনডেক্স নিয়মিত বিভিন্ন শেয়ারমার্কেট ট্র‍্যাক করে। এখানে ইনভেস্ট করে বছরে ১০ শতাংশ অর্থ রিটার্ন পাওয়া সম্ভব। এসব ইনডেক্সে লগ্নি করার সুবিধা হলো, লগ্নি করার পর কোনো স্টক মার্কেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। S&P 500 ইনডেক্স লগ্নিকারকদের হয়ে সব দেখভাল করবে। কেউ যদি ১৪০০ ডলার ৩০ বছরের জন্য বিনিয়োগ করে, তবে সেটি দাঁড়াবে ১৪ হাজার ৪২৯ ডলারে। বাড়ানো যাবে আরো: S&P 500 তে লগ্নি করে এই অর্থ আরো বাড়ানো যাবে। কেউ যদি ১৪০০ ডলার লগ্নি করার পর প্রতিমাসে আরো ১০০ ডলার করে লগ্নি করে, তবে ৩০ বছরে ১০ শতাংশ রিটার্নে টাকার অঙ্ক দাঁড়াবে ২ লাখ ২২ হাজার ডলার। আর ২৫০ ডলার করে মাসে লগ্নি করলে সেটি যেয়ে দাঁড়াবে ৫ লাখ ১৮ হাজার ডলারে। এলএবাংলাটাইমস/ওএম